![]() |
Graphics Software |
গ্রাফিক ডিজাইনের জন্য যেসব সফটওয়্যার ব্যবহার করা হয়
অ্যাডোবি ফটোশপ-Photoshop
অ্যাডোবি ফটোশপ মূলত একটি ফটো এডিটিং টুল ও গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার যা অ্যাডোবি উন্ডোজ ও ম্যাক কম্পিউটারের জন্য রিলিজ করে। ১৯৮৮ সালে Thomas ও John Knoll ভ্রাতৃদ্বয় এটি তৈরী করেন। তৈরীর পর থেকেই গ্রাফিক্স ডিজাইন ও ফটো এডিটিং এর বাজারে এটি নিজের উল্লেখযোগ্য স্থান করে নিতে সক্ষম হয়।
অ্যাডোবি ইলাস্ট্রেটর-illustrator
অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি কোম্পানীর তৈরী সবচেয়ে ভালো ভেক্টর ডিজাইনিং সফটওয়্যার হিসেবে পরিচিত। সফটওয়্যারটির সর্বশেষ ভার্সনের নাম হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ২০১৮ যা এই সফটওয়্যার লাইনের ২২তম প্রজন্মও বটে। এটি অ্যাডোবি সিস্টেমের অন্যতম সেরা একটি অ্যাডোবি ডিজাইন সফট্ওয়্যার।
অ্যাডোবি ড্রিমওয়েভার-Dream Waver
অ্যাডোবি ড্রিমওয়েভার অ্যাডোবির একটি প্রোপাইটরী ওয়েব ডেভেলপমেন্ট টুল। শুনতে অবাক লাগলেও এটি সত্য যে অ্যাডোবি ড্রিমওয়েভার অ্যাডোবি নয় বরং অন্য একটি কোম্পানী ম্যাক্রোমিডিয়া ১৯৯৭ সালে তৈরী করেছিল এবং ২০০৫ পর্যন্ত, যত দিন না ম্যাক্রোমিডিয়া অ্যাডোবির আওতায় আসে ততদিন পর্যন্ত এটি শুধুই ড্রিমওয়েভার হিসেবেই পরিচিত ছিল। এখন, এটি অ্যাডোবি ডিজাইন সফট্ওয়্যার হিসেবে দারুণ জনপ্রিয়।
অ্যাডোবি ইনডিজাইন-InDesign
অ্যাডোবি ইনডিজাইন একটি ডেক্সটপ পাবলিশিং সফটওয়্যার। পোষ্টার, ফাইয়ার, ব্রুশিয়ার, ম্যাগাজিন, নিউজ পেপার, প্রেজেন্টেশন, বই, ই-বুক ইত্যাদি তৈরী অ্যাডোবি ইনডিজাইন অতুলনীয়। ইনডিজাইন মূলত অ্যাডোবি পেমেকারের উত্তরসূরী যা অ্যাডোবি ১৯৯৪ সালে এলডাস কোম্পানী কিনে নেওয়ার পর পায়।
অ্যাডোবি আফটার ইফেক্ট-After Effect
অ্যাডোবি আফটার ইফেক্ট অ্যাডোবির তৈরী ভিজুয়াল ইফেক্ট, মোশন গ্রাফিক্স এবং কম্পোষ্টিং এপ্লিকেশন যা চলচিত্রের পোষ্ট প্রোডাকশন এবং টেলিভিশন প্রোডাকশন এ ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। তাছাড়া নন-লাইনার এডিটর, অডিও এডিটর ও মিডিয়া ট্রান্সকোডার হিসেবেও অ্যাডোবি আফটার ইফেক্টের খ্যাতি কম নয়।
তাছাড়া, ফ্যাটপেইন্ট-Fatpaint, গিম্প-GIMP, পিক্সেলমাটোর-Pixelmator, ব্লেন্ডার-Blender, মাইপেইন্ট-MyPaint, আর্টরেঞ্জ-ArtRage ইত্যাদি সফটওয়্যারগুলোও ভালো।
সবশেষে বলা যায়, ডিজাইন এবং পাবলিশিং মার্কেটে ডিজাইনারদের কাছে অ্যাডোবির তার নিজ স্থান করে নিয়েছে বহু আগেই। সফটওয়্যারের নতুন নতুন ভার্সনের সাথে ব্যবহারকারী যাতে আরো সহজভাবে তার কার্য সম্পাদন করতে পারে তা নিয়ে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে অ্যাডোবি।
https://youtu.be/7M-tLlaM-kk
ইলাস্ট্রেটর ডাউনলোডঃ
Crack for illustrator:
https://drive.google.com/open?id=1fzu8oW5l_Kw8sOyHRX5Z3xrDWxIhX75W
ফটোশপ ডাউনলোডঃ
https://drive.google.com/open?id=1c8Kq5HxSd4pUtmT0i5M_u429mXDbynFF
I think the tips are very important to me, and thank you so much for giving me these important tips.
ReplyDelete