Graphics Software

Graphics Software



গ্রাফিক ডিজাইনের জন্য যেসব সফটওয়্যার ব্যবহার করা হয়

অ্যাডোবি ফটোশপ-Photoshop

অ্যাডোবি ফটোশপ মূলত একটি ফটো এডিটিং টুল ও গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার যা অ্যাডোবি উন্ডোজ ও ম্যাক কম্পিউটারের জন্য রিলিজ করে। ১৯৮৮ সালে Thomas ও John Knoll ভ্রাতৃদ্বয় এটি তৈরী করেন। তৈরীর পর থেকেই গ্রাফিক্স ডিজাইন ও ফটো এডিটিং এর বাজারে এটি নিজের উল্লেখযোগ্য স্থান করে নিতে সক্ষম হয়।

অ্যাডোবি ইলাস্ট্রেটর-illustrator

অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি কোম্পানীর তৈরী সবচেয়ে ভালো ভেক্টর ডিজাইনিং সফটওয়্যার হিসেবে পরিচিত। সফটওয়্যারটির সর্বশেষ ভার্সনের নাম হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ২০১৮ যা এই সফটওয়্যার লাইনের ২২তম প্রজন্মও বটে। এটি অ্যাডোবি সিস্টেমের অন্যতম সেরা একটি অ্যাডোবি ডিজাইন সফট্‌ওয়্যার।

অ্যাডোবি ড্রিমওয়েভার-Dream Waver

অ্যাডোবি ড্রিমওয়েভার অ্যাডোবির একটি প্রোপাইটরী ওয়েব ডেভেলপমেন্ট টুল। শুনতে অবাক লাগলেও এটি সত্য যে অ্যাডোবি ড্রিমওয়েভার অ্যাডোবি নয় বরং অন্য একটি কোম্পানী ম্যাক্রোমিডিয়া ১৯৯৭ সালে তৈরী করেছিল এবং ২০০৫ পর্যন্ত, যত দিন না ম্যাক্রোমিডিয়া অ্যাডোবির আওতায় আসে ততদিন পর্যন্ত এটি শুধুই ড্রিমওয়েভার হিসেবেই পরিচিত ছিল। এখন, এটি অ্যাডোবি ডিজাইন সফট্‌ওয়্যার হিসেবে দারুণ জনপ্রিয়।

অ্যাডোবি ইনডিজাইন-InDesign

অ্যাডোবি ইনডিজাইন একটি ডেক্সটপ পাবলিশিং সফটওয়্যার। পোষ্টার, ফাইয়ার, ব্রুশিয়ার, ম্যাগাজিন, নিউজ পেপার, প্রেজেন্টেশন, বই, ই-বুক ইত্যাদি তৈরী অ্যাডোবি ইনডিজাইন অতুলনীয়। ইনডিজাইন মূলত অ্যাডোবি পেমেকারের উত্তরসূরী যা অ্যাডোবি ১৯৯৪ সালে এলডাস কোম্পানী কিনে নেওয়ার পর পায়।

অ্যাডোবি আফটার ইফেক্ট-After Effect

অ্যাডোবি আফটার ইফেক্ট অ্যাডোবির তৈরী ভিজুয়াল ইফেক্ট, মোশন গ্রাফিক্স এবং কম্পোষ্টিং এপ্লিকেশন যা চলচিত্রের পোষ্ট প্রোডাকশন এবং টেলিভিশন প্রোডাকশন এ ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। তাছাড়া নন-লাইনার এডিটর, অডিও এডিটর ও মিডিয়া ট্রান্সকোডার হিসেবেও অ্যাডোবি আফটার ইফেক্টের খ্যাতি কম নয়।

তাছাড়া, ফ্যাটপেইন্ট-Fatpaint, গিম্প-GIMP, পিক্সেলমাটোর-Pixelmator, ব্লেন্ডার-Blender, মাইপেইন্ট-MyPaint, আর্টরেঞ্জ-ArtRage ইত্যাদি সফটওয়্যারগুলোও ভালো।

সবশেষে বলা যায়, ডিজাইন এবং পাবলিশিং মার্কেটে ডিজাইনারদের কাছে অ্যাডোবির তার নিজ স্থান করে নিয়েছে বহু আগেই। সফটওয়্যারের নতুন নতুন ভার্সনের সাথে ব্যবহারকারী যাতে আরো সহজভাবে তার কার্য সম্পাদন করতে পারে তা নিয়ে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে অ্যাডোবি।



=========================================================================


Main Software ইন্সটল কিভাবে করবেনঃ
নিচের লিংকে ক্লিক করুন..............
https://youtu.be/7M-tLlaM-kk

ইলাস্ট্রেটর ডাউনলোডঃ



=========================================================================


Software used for graphic design

Adobe Photoshop - Photoshop

Adobe Photoshop is basically a photo editing tool and graphics design software that Adobe releases for Windows and Mac computers. It was built in 1986 by the brothers Thomas and John Knoll. Since its inception, it has been able to gain a significant foothold in the market of graphics design and photo editing.

Adobe Illustrator

Adobe Illustrator is one of the best vector designing software developed by Adobe. The latest version of the software is called Adobe Illustrator CC 2018 which is also the 22nd generation of this software line. This is one of the best Adobe design software on the Adobe system.

Adobe DreamWaver

Adobe Dreamweaver is a proprietary web development tool from Adobe. Surprising to hear, it is true that Adobe Dreamweaver is not Adobe but another company, Macromedia, created in 1997, and until 2005, until Macromedia came under Adobe, it was only known as Dreamweaver. Now, it is very popular as Adobe Design software.

Adobe InDesign

Adobe InDesign is a desktop publishing software. Adobe InDesign is unique in making posters, fireworks, brochures, magazines, newspapers, presentations, books, e-books, etc. InDesign is the successor to Adobe Paymaker, which Adobe acquired after the acquisition of Aldas in 1994.

Adobe After Effect

Adobe After Effects is a visual effects, motion graphics and composting application developed by Adobe that has been widely used in movie post production and television production. Adobe After Effects also has a reputation as a non-linear editor, audio editor and media transcoder.

Moreover, software like Fatpaint, Gimp-GIMP, Pixelmator-Pixelmator, Blender-Blender, MyPaint-MyPaint, ArtRage etc. are also good.

After all, Adobe has long held its own place among designers in the design and publishing market. Adobe is constantly working with newer versions of the software to make it easier for users to perform their tasks.

1 comment:

  1. I think the tips are very important to me, and thank you so much for giving me these important tips.

    ReplyDelete