Thursday, October 8, 2020

illustrator tools intro

illustrator tools intro


Selection Tool (V): এই টুলটি একটি একক টুল। এই টুলের সাহায্যে যে কোন অবজেক্টকে সহজে সিলেক্ট করা যায়। টুলটিতে ক্লিক করার পর যে কোন অবজেক্ট-এ ক্লিক করলে ঐ অবজেক্টটি সিলেক্ট হবে আবার একাধিক অবজেক্ট সিলেক্ট করার জন্য Shift Key চেপে রেখে নির্দিষ্ট অবজেক্টগুলোর উপর ক্লিক করলে একসাথে তা সিলেক্ট হবে অথবা মাউস দিয়ে নির্দিষ্ট অবজেক্টগুলোর যে কোন একদিক থেকে ক্লিক করে (বাম বাটনে চাপ রেখে) মাউস মুভ করেও প্রয়োজনীয় অবজেক্ট সিলেক্ট করা যায়।


·      Direct Selection Tool (A): এই টুলটি একটি গ্রুপ টুল যার অন্তর্ভূক্ত আরো একটি টুল আছে। সেই টুলটি হচ্ছে Group Selection Tool. Direct Selection Tool দিয়ে যে কোন অবজেক্টের এ্যাংকর পয়েন্টে ক্লিক করে টেনে ইচ্ছানুযায়ী আকৃতি দেয়া যায়।আর Group Selection Tool দিয়ে একটি সম্পূণ অবজেক্ট কিংবা গ্রুপ করা অবজেক্ট সহজেই সিলেক্ট করা যায়।এডৌবি ইলাস্ট্রেটর (Adobe Illustrator)


·      Magic Tool (Y): একই কালারের একাধিক অবজেক্টকে এক সাথে সিলেক্ট করার জন্য এই একক টুলটি ব্যবহার করা যায়।


·     Lasso Tool (Q): একটি অবজেক্টের অংশ বিশেষ সিলেক্ট করে পরিবতন করার জন্য উক্ত একক টুলটি ব্যবহার করা যায়।


·      Pen Tool (P): এই টুলটি একটি গ্রুপ টুল। যার সাথে Add Anchor Point Tool (এ্যাংকর পয়েন্ট যোগ বা বাড়ানোর জন্য), Delete Anchor Point Tool (এ্যাংকর পয়েন্ট মুছে ফেলার জন্য) & Convert Anchor Point Tool (যে কোন একটি পয়েন্টের শেপকে ইচ্ছে মতো বাঁকা করার জন্য) বিদ্যমান।


·     Text Tool (T): টেক্সট টুলও একটি গ্রুপ টুল। এই টুলটি লেখার জন্য ব্যবহৃত হয় আর এই গ্রুপের অন্যান্য টুল হচ্ছে Area Type Tool (নিদিষ্ট এরিয়ার ভিতর লেখার জন্য), Type on a Path Tool (পাথ-এ লেখার জন্য), Vertical Type Tool (উপরে নীচে লেখার জন্য), Vertical Area Type Tool (নিদিষ্ট এরিয়ায় উপর থেকে নীচের দিকে লেখার জন্য), Vertical Type on a Path Tool (পাথ-এ উপর থেকে নীচে লেখার জন্য)। 


·      Line Segment Tool (\): এই টুলটি একটি গ্রুপ টুল। যার অধীনে আরো ৪ (চার)টি টুল আছে। যেমনঃ Arc Tool (বাঁকা করে কোন কিছু আঁকার জন্য; Spiral Tool (গোলাকার আকৃতি বিশিষ্ট শেপ আঁকার জন্য); Rectangular Grid Tool (চার কোন বিশিষ্ট গ্রিড আঁকার জন্য); Polar Grid Tool (মাকড়শার জালের ন্যায় গ্রিড আঁকার জন্য)।


·     Rectangle Tool(M): চারকোনা বিশিষ্ট যে কোন মাপের অবজেক্ট আঁকার জন্য এই গ্রুপ টুলটি ব্যবহৃত হয়। এই টুলের সাথে আরো যে সকল টুল রয়েছে তা হচ্ছে- Rounded Rectangle Tool (কিছুটা স্মুথ চার কোন বিশিষ্ট অবজেক্ট আঁকার জন্য এই টুলটি ব্যবহৃত হয়); Ellipse Tool (ডিম্বাকৃতির কোন অবজেক্ট আঁকতে এই টুলটি ব্যবহৃত হয়); Polygon Tool (এই টুলটি দিয়ে বহুভোজ ক্ষেত্র তৈরি করা যায়- যদিও এটি ছয় কোন বিশিষ্ট দেখা যায় বাস্তবে কাজ করতে গেলে এই টুলটি দিয়ে ত্রিকোণ থেকে শুরু করে অসংখ্য কোন বিশিষ্ট অবজেক্ট তৈরি করা যায় তবে মাত্রাতিরিক্ত কোন নিদিষ্ট করলে এটি স্বকিয়তা হারিয়ে অনেকটা ইলিপস্ টুলের আকৃতি ধারণ করবে); Star Tool (এই টুলটি দিয়ে তারা জাতীয় অবজেক্ট তৈরি করা যায়) এবং Flare Tool (এই টুলটি দিয়ে সূযের আলোর ন্যায় অবজেক্ট তৈরি করা যায়)।


·      Paintbrush Tool (B): এই একক টুলটির সাহায্যে ব্রাশ দিয়ে রং করার ন্যায় বিভিন্ন অবজেক্ট আঁকা যায়৷ Window মেনুর Brush অপশনে ক্লিক করলে ব্রাশ প্যালেট পাওয়া যায়। যার সাহায্যে বিভিন্ন রকম ব্রাশ দিয়ে মনের মতো করে অবজেক্ট তৈরি করা যায়।


·      Pencil Tool (N): এই টুলটি একটি গ্রুপ টুল। এই টুলের সাহায্যে পেন্সিল দিয়ে লিখা কিংবা ছবি আঁকার ন্যায় করে বিভিন্ন অবজেক্ট আঁকা যায়। উক্ত গ্রুপের অপর টুল দু’টি হচ্ছে Smooth Tool (পেন্সিল দিয়ে আঁকা অবজেক্টকে স্মুথ বা মসৃণ করা যায়) এবং Path Eraser Tool (যে কোন পাথ মুছার জন্য এই টুলটি ব্যবহার করা যায়)।


·      Blob Brush Tool (Shift + B): উক্ত সিঙ্গেল টুলটি দিয়ে ব্রাশ টুলের ন্যায় কিন্তু ব্রাশ টুলের চেয়ে মোটা করে যে কোন ধরনের অবজেক্ট আঁকা যায়। এডৌবি ইলাস্ট্রেটর (Adobe Illustrator)


·      Eraser Tool (Shift + E): এই গ্রুপ ‍টুলটি দিয়ে যে কোন অবজেক্টকে কিংবা অবজেক্টের অংশ বিশেষকে খুব সুন্দরভাবে মুছে দেয়া যায়। উক্ত গ্রুপ টুলের অন্য দুটি টুল হচ্ছে যথাক্রমে- Scissors Tool (কাঁচি দিয়ে কাপড় কাটার ন্যায় অবজেক্টকে কাটা যায়) এবং Knife Tool (চুরি দিয়ে সব্জি কাটার ন্যায় অবজেক্টকে কাটা যায়)।


·      Rotate Tool (R): রোটেট টুলটি একটি গ্রুপ টুল। কোন অবজেক্টকে ঘুরানো বা পালাক্রমে ঘুরানোর জন্য উক্ত টুলটি ব্যবহৃত হয়। এই গ্রুপের অপর টুলটি হচ্ছে Reflect Tool যা দ্বারা কোন অবজেক্টকে প্রতিফলিত বা প্রতিবিম্বিত করা যায় এবং এর সাহায্যে ডুপ্লিকেট প্রতিবিম্ব তৈরি করা যায়।


·     Scale Tool (S): এই গ্রুপ টুলটি দিয়ে যে কোন অবজেক্টকে স্কেল অনুযায়ী বড় করা যায়।অর্থাৎ স্থির অবস্থান থেকে একটি অবজেক্টকে পরিবর্তন করা সম্ভব। উক্ত গ্রুপের অপর টুল দু’টি হচ্ছে যথাক্রমে Shear Tool যা দিয়ে আকৃতি ঠিক রেখে অবজেক্টকে যে কোন এঙ্গেলো ঘুরানোসহ আকার বড়-ছোট করা যায় এবং Reshape Tool যা দিয়ে অবজেক্টের যে কোন পাথে ক্লিক করার মাধ্যমে স্থানান্তর করা যায়। 


·      Width Tool (Shift + W): এই সিঙ্গেল টুলটি দিয়ে অবজেক্টের যে কোন পাথকে বিভিন্ন প্রকার আকৃতি প্রদান করা যায় কিংবা মোটা করা যায়।


·    Free Transform Tool (E): এই সিঙ্গেল টুলের মাধ্যমে অবজেক্টকে ফ্রি ভাবে রূপান্তর, পরিবর্তন ও স্থানান্তর করা সম্ভব। 


·    Shape Builder Tool (Shift + M): এই গ্রুপ টুলের সাহায্যে অবজেক্টের যে কোন আকৃতি নির্মাণ করা যায়। উক্ত গ্রুপের অন্য দু’টি টুল হচ্ছে- Live Paint Bucket Tool যা দ্বারা সরাসরি যে কোন কালার এক অবজেক্ট থেকে অন্য অবজেক্টে স্থানান্তর করা সম্ভব এবং Live Paint Selection Tool এই টুলটি দিয়ে সরাসরি কালার সিলেক্ট করা যায়। এডৌবি ইলাস্ট্রেটর (Adobe Illustrator)

Tuesday, August 21, 2018

English Grammar - Tense

Tense বা কাল

In English Grammar Tense is used to refer to time of an action or event.
Tense is the concept of time which may be present, past or future.
কোন কাজ সম্পাদনের সময়কে tense বা কাল বলে। Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে।
Example:- I eat rice. (present)
- I ate rice. (past)
- I will eat rice. (future)
এখানে উপরের বাক্য গুলোতে যথাক্রমে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ কাজের কথা নির্দেশ করে।

Types of Tense:

The concept of time (tense) can be differentiated into three categories.
  • The present / simple present tense. (what are you presently doing )
  • The past.(What you did some time back).
  • The future. (What you will do some time later).

And all of these tenses are differentiated into the following four categories:
  • Indefinite Tense
  • Continuous Tense
  • Perfect Tense
  • Perfect Continuous Tense

Wednesday, July 18, 2018

Learn english part-3

কিভাবে আপনার মতামত প্রকাশ করবেন
✪ I'd suggest that – আমি পরামর্শ দেব যে।
✪ In my point of view– আমার দৃষ্টিকোণ থেকে
✪ From my point of view – আমার দেখা মতে।
✪ I'd like to point out that – আমি উল্লেখ করতে চাই যে।
✪ As far as I'm concerned – আমার মনে হচ্ছে যে।
✪ I believe that – আমি বিশ্বাস করি যে।
✪ I strongly believe that – আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে।
✪ In my experience – আমার অভিজ্ঞতায় বলে যে।
✪ Personally, I think – ব্যক্তিগতভাবে আমি মনে করি।
✪ What do you think? – তুমি কি মনে কর?
✪ What's your view? – তোমার দৃষ্টিভঙ্গি কি?
✪ How do you see the situation? – তুমি পরিস্থিতি কেমন দেখছো?
✪ What's your opinion? – তোমার মতামত কি?
✪ I'd say that – আমি বলব যে।
✪ What I mean is – আমি যেটা বোঝাতে চাচ্ছি যে।
✪ I'm sure that – আমি নিশ্চিত যে।
✪ I have no doubt that – আমার কোন সন্দেহ নেই যে।
✪ There's no doubt in my mind that – আমার মনে কোন সন্দেহ নেই যে।

Learn english part-2

1.I know,you will come.
- অামি জানি, তুমি অাসবে।
2. I know, you will see everything.
-অামি জানি, তুমি সব কিছু দেখবে।
3.I know , you will read the book.
-অামি জানি, তুমি বইটি পড়বে।
4.I know, you will feel something.
-অামি জানি,তুমি কিছু অনুভব করবে।
5.I know , You will think something.
- অামি জানি,তুমি কিছু ভাববে.।
Now you will try to write a sentence....

Learn english

★The more you read, the more you learn. =যতই পড়িবে, ততই শিখিবে।
★The more you eat, the more you be fat. = যতই খাবে,ততই মোটা হবে।
★The more you practise,the more you be fit =যতই অনুশীলন করবে, ততই ফিট থাকবে।
★The more you think, the more you know.= যতই চিন্তা করিবে, ততই জানিবে।

জেএসসি পরীক্ষার সিলেবাস পরিবর্তন হয়েছে।

***বাংলা প্রথম এবং দ্বিতীয় এক সাথে ১০০ নাম্বার।
****বাংলা ১ম ৭ টা সৃজনশীল =৭০
বাংলা ২ য় ব্যাকরণ থেকে এক কথায় প্রশ্ন
আসবে৩০ টি ৩০ নাম্বার। মোট ৭০+৩০=১০০
(বাংলা ২য় থেকে কোন রিটেন আসবে না)।
.
***ইংরেজি প্রথম এবং দ্বিতীয় এক সাথে ১০০ নাম্বার।
ইংরেজি ১ম
১:seen passage থেকে ২৫
২: re-arrange থেকে ১০
ইংরেজি ২য়
১:Grammar ( Article, Right form of verb,Narration,
Table, Punctuation, Transformation, Preposition)
থেকে২৫
বাকি ৪০ নাম্বার আসবে
১:Paragraph ২:Story ৩:Dialogue ৪:Letter
মোট:২৫+১০+২৫+৪০=১০০
----------------------------------------------------------------------------
(১)বাংলাঃ ১০০ (২) ইংরেজীঃ ১০০
(৩)গনিত: ১০০ (৪) সমাজ: ১০০
(৫) আইসিটি: ৫০ (৬) বিজ্ঞান: ১০০
(৭) ধর্ম। : ১০০
=মোট ঃ ৬৫০