Wednesday, July 18, 2018

জেএসসি পরীক্ষার সিলেবাস পরিবর্তন হয়েছে।

***বাংলা প্রথম এবং দ্বিতীয় এক সাথে ১০০ নাম্বার।
****বাংলা ১ম ৭ টা সৃজনশীল =৭০
বাংলা ২ য় ব্যাকরণ থেকে এক কথায় প্রশ্ন
আসবে৩০ টি ৩০ নাম্বার। মোট ৭০+৩০=১০০
(বাংলা ২য় থেকে কোন রিটেন আসবে না)।
.
***ইংরেজি প্রথম এবং দ্বিতীয় এক সাথে ১০০ নাম্বার।
ইংরেজি ১ম
১:seen passage থেকে ২৫
২: re-arrange থেকে ১০
ইংরেজি ২য়
১:Grammar ( Article, Right form of verb,Narration,
Table, Punctuation, Transformation, Preposition)
থেকে২৫
বাকি ৪০ নাম্বার আসবে
১:Paragraph ২:Story ৩:Dialogue ৪:Letter
মোট:২৫+১০+২৫+৪০=১০০
----------------------------------------------------------------------------
(১)বাংলাঃ ১০০ (২) ইংরেজীঃ ১০০
(৩)গনিত: ১০০ (৪) সমাজ: ১০০
(৫) আইসিটি: ৫০ (৬) বিজ্ঞান: ১০০
(৭) ধর্ম। : ১০০
=মোট ঃ ৬৫০

No comments:

Post a Comment