Tuesday, August 21, 2018

English Grammar - Tense

Tense বা কাল

In English Grammar Tense is used to refer to time of an action or event.
Tense is the concept of time which may be present, past or future.
কোন কাজ সম্পাদনের সময়কে tense বা কাল বলে। Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে।
Example:- I eat rice. (present)
- I ate rice. (past)
- I will eat rice. (future)
এখানে উপরের বাক্য গুলোতে যথাক্রমে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ কাজের কথা নির্দেশ করে।

Types of Tense:

The concept of time (tense) can be differentiated into three categories.
  • The present / simple present tense. (what are you presently doing )
  • The past.(What you did some time back).
  • The future. (What you will do some time later).

And all of these tenses are differentiated into the following four categories:
  • Indefinite Tense
  • Continuous Tense
  • Perfect Tense
  • Perfect Continuous Tense

Wednesday, July 18, 2018

Learn english part-3

কিভাবে আপনার মতামত প্রকাশ করবেন
✪ I'd suggest that – আমি পরামর্শ দেব যে।
✪ In my point of view– আমার দৃষ্টিকোণ থেকে
✪ From my point of view – আমার দেখা মতে।
✪ I'd like to point out that – আমি উল্লেখ করতে চাই যে।
✪ As far as I'm concerned – আমার মনে হচ্ছে যে।
✪ I believe that – আমি বিশ্বাস করি যে।
✪ I strongly believe that – আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে।
✪ In my experience – আমার অভিজ্ঞতায় বলে যে।
✪ Personally, I think – ব্যক্তিগতভাবে আমি মনে করি।
✪ What do you think? – তুমি কি মনে কর?
✪ What's your view? – তোমার দৃষ্টিভঙ্গি কি?
✪ How do you see the situation? – তুমি পরিস্থিতি কেমন দেখছো?
✪ What's your opinion? – তোমার মতামত কি?
✪ I'd say that – আমি বলব যে।
✪ What I mean is – আমি যেটা বোঝাতে চাচ্ছি যে।
✪ I'm sure that – আমি নিশ্চিত যে।
✪ I have no doubt that – আমার কোন সন্দেহ নেই যে।
✪ There's no doubt in my mind that – আমার মনে কোন সন্দেহ নেই যে।

Learn english part-2

1.I know,you will come.
- অামি জানি, তুমি অাসবে।
2. I know, you will see everything.
-অামি জানি, তুমি সব কিছু দেখবে।
3.I know , you will read the book.
-অামি জানি, তুমি বইটি পড়বে।
4.I know, you will feel something.
-অামি জানি,তুমি কিছু অনুভব করবে।
5.I know , You will think something.
- অামি জানি,তুমি কিছু ভাববে.।
Now you will try to write a sentence....

Learn english

★The more you read, the more you learn. =যতই পড়িবে, ততই শিখিবে।
★The more you eat, the more you be fat. = যতই খাবে,ততই মোটা হবে।
★The more you practise,the more you be fit =যতই অনুশীলন করবে, ততই ফিট থাকবে।
★The more you think, the more you know.= যতই চিন্তা করিবে, ততই জানিবে।

জেএসসি পরীক্ষার সিলেবাস পরিবর্তন হয়েছে।

***বাংলা প্রথম এবং দ্বিতীয় এক সাথে ১০০ নাম্বার।
****বাংলা ১ম ৭ টা সৃজনশীল =৭০
বাংলা ২ য় ব্যাকরণ থেকে এক কথায় প্রশ্ন
আসবে৩০ টি ৩০ নাম্বার। মোট ৭০+৩০=১০০
(বাংলা ২য় থেকে কোন রিটেন আসবে না)।
.
***ইংরেজি প্রথম এবং দ্বিতীয় এক সাথে ১০০ নাম্বার।
ইংরেজি ১ম
১:seen passage থেকে ২৫
২: re-arrange থেকে ১০
ইংরেজি ২য়
১:Grammar ( Article, Right form of verb,Narration,
Table, Punctuation, Transformation, Preposition)
থেকে২৫
বাকি ৪০ নাম্বার আসবে
১:Paragraph ২:Story ৩:Dialogue ৪:Letter
মোট:২৫+১০+২৫+৪০=১০০
----------------------------------------------------------------------------
(১)বাংলাঃ ১০০ (২) ইংরেজীঃ ১০০
(৩)গনিত: ১০০ (৪) সমাজ: ১০০
(৫) আইসিটি: ৫০ (৬) বিজ্ঞান: ১০০
(৭) ধর্ম। : ১০০
=মোট ঃ ৬৫০