Wednesday, July 18, 2018

Learn english part-3

কিভাবে আপনার মতামত প্রকাশ করবেন
✪ I'd suggest that – আমি পরামর্শ দেব যে।
✪ In my point of view– আমার দৃষ্টিকোণ থেকে
✪ From my point of view – আমার দেখা মতে।
✪ I'd like to point out that – আমি উল্লেখ করতে চাই যে।
✪ As far as I'm concerned – আমার মনে হচ্ছে যে।
✪ I believe that – আমি বিশ্বাস করি যে।
✪ I strongly believe that – আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে।
✪ In my experience – আমার অভিজ্ঞতায় বলে যে।
✪ Personally, I think – ব্যক্তিগতভাবে আমি মনে করি।
✪ What do you think? – তুমি কি মনে কর?
✪ What's your view? – তোমার দৃষ্টিভঙ্গি কি?
✪ How do you see the situation? – তুমি পরিস্থিতি কেমন দেখছো?
✪ What's your opinion? – তোমার মতামত কি?
✪ I'd say that – আমি বলব যে।
✪ What I mean is – আমি যেটা বোঝাতে চাচ্ছি যে।
✪ I'm sure that – আমি নিশ্চিত যে।
✪ I have no doubt that – আমার কোন সন্দেহ নেই যে।
✪ There's no doubt in my mind that – আমার মনে কোন সন্দেহ নেই যে।

Learn english part-2

1.I know,you will come.
- অামি জানি, তুমি অাসবে।
2. I know, you will see everything.
-অামি জানি, তুমি সব কিছু দেখবে।
3.I know , you will read the book.
-অামি জানি, তুমি বইটি পড়বে।
4.I know, you will feel something.
-অামি জানি,তুমি কিছু অনুভব করবে।
5.I know , You will think something.
- অামি জানি,তুমি কিছু ভাববে.।
Now you will try to write a sentence....

Learn english

★The more you read, the more you learn. =যতই পড়িবে, ততই শিখিবে।
★The more you eat, the more you be fat. = যতই খাবে,ততই মোটা হবে।
★The more you practise,the more you be fit =যতই অনুশীলন করবে, ততই ফিট থাকবে।
★The more you think, the more you know.= যতই চিন্তা করিবে, ততই জানিবে।

জেএসসি পরীক্ষার সিলেবাস পরিবর্তন হয়েছে।

***বাংলা প্রথম এবং দ্বিতীয় এক সাথে ১০০ নাম্বার।
****বাংলা ১ম ৭ টা সৃজনশীল =৭০
বাংলা ২ য় ব্যাকরণ থেকে এক কথায় প্রশ্ন
আসবে৩০ টি ৩০ নাম্বার। মোট ৭০+৩০=১০০
(বাংলা ২য় থেকে কোন রিটেন আসবে না)।
.
***ইংরেজি প্রথম এবং দ্বিতীয় এক সাথে ১০০ নাম্বার।
ইংরেজি ১ম
১:seen passage থেকে ২৫
২: re-arrange থেকে ১০
ইংরেজি ২য়
১:Grammar ( Article, Right form of verb,Narration,
Table, Punctuation, Transformation, Preposition)
থেকে২৫
বাকি ৪০ নাম্বার আসবে
১:Paragraph ২:Story ৩:Dialogue ৪:Letter
মোট:২৫+১০+২৫+৪০=১০০
----------------------------------------------------------------------------
(১)বাংলাঃ ১০০ (২) ইংরেজীঃ ১০০
(৩)গনিত: ১০০ (৪) সমাজ: ১০০
(৫) আইসিটি: ৫০ (৬) বিজ্ঞান: ১০০
(৭) ধর্ম। : ১০০
=মোট ঃ ৬৫০